রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ভয়েজ ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী রাজশাহী-ঢাকা মহাসড়ক আধ ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল শুরু করে।
নিহত হৃদয় বিড়ালদহ মাজার এলাকার আব্দুল ওহাব আলীর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক (পাবনা ট- ০৫-০১৩৩) হৃদয়কে ধাক্কা দেয়। এতে হৃদয় রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকটি হৃদয়ের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে স্থানীয়রা ছুটে এসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জয়নুল আবেদীন জানান, ট্রাকটি উপজেলার ঝলমলিয়া থেকে আটক করা হয়েছে। শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর লাশটি সড়কের ওপর পড়ে ছিল। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে রাস্তা থেকে সবাইকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

সূত্র : কালের কণ্ঠ অনলাইন।