বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

কুমিল্লায় শিশু শিহাব হত্যায় দুজনের ফাঁসি

কুমিল্লায় চাঞ্চল্যকর শিশু শিহাব হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা নারী-শিশু নির্যাতন অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক (জেলা) আজিজ আহমেদ ভুঁইয়া।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া শিদলাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো: কুদুছুর রহমান(২০), কুমিল্লা সদর উপজেলার রত্মাবর্তীর শাহ আলমের ছেলে মাহে আলম নয়ন(১৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় শিশু শিহাবকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত আসামিরা। ওই রাতেই তারা শিশু শিহাবকে জবাই করে হত্যা করে। সেই সাথে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করা হয়। এরপরে তাদের দেখানো মতে রত্মাবর্তী প্রাইমারী স্কুলের পেছনে ট্যাংকির ভেতর থেকে শিহাবের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা স্বীকার করে, প্রথমে চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে শিহাবকে ট্যাংকিতে ফেলে দেয়। পরে ব্লেড দিয়ে তার গলা কাটে। মৃত্যু নিশ্চিত করার জন্য অবশেষে ছুরি দিয়ে তাকে জবাই করে আসামি রবিন ও নয়ন। একমাত্র পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা মো: নজরুল ইসলাম ২০১৫ সালের ২ অক্টোবর মারা যান। এরপরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বুধবার বিকেলে আদালত দুজনের ফাঁসির আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু তাহের।