মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারাল কিশোর


কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে বেপরোয়া গতির এক মাইক্রোবাসের ধাক্কায় সোহেল (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় হাইওয়ে ইন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল হাইওয়ে ইন হোটেলের কর্মচারী এবং চাঁদপুরের মতলব উপজেলার মহামায়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার সকাল ৭টায় হাইওয়ে ইন হোটেলের সামনে একটি দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮১৭) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাকবলিত পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং এর মধ্যে দুই যাত্রী আটকা পড়ে। এদিকে দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজনসহ হাইওয়ে ইন হোটেলের কর্মচারীরা ছুটে আসে এবং হোটেলকর্মী সোহেলসহ কয়েকজন যুবক পিকআপে আটকে পড়া আহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস উদ্ধারকারীদের চাপা দিলে সোহলসহ আরো দুই হোটেল কর্মী আহত হয়। পরে উদ্ধারকারী আহত সোহেলসহ আরো দুজন এবং পিকআপ ভ্যানের আহত দুই যাত্রীদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।