শনিবার, ১৮ মার্চ, ২০১৭

জুতায় ‘জাতীয় পতাকা’ ব্যবহারের তীব্র প্রতিবাদ


ফারজানা টুসি:

Zazzle যুক্তরাষ্ট্রের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্র খচিত জুতার বিজ্ঞাপন দিয়েছে অনলাইন বিক্রির জন্য। পুরুষদের জুতার এই বিজ্ঞাপনে দেখা যায় নানা ডিজাইনের বর্ণনা, বাংলাদেশি ফ্ল্যাগঃশ্যামরক হাইটস স্নিকারস, বাংলাদেশি ফ্ল্যাগঃশ্যামরক ফ্লিপ ফ্লপস, বাংলাদেশি ফ্ল্যাগঃ লো টপ ও হাইটপ স্নিকারস, ক্র্যাজি ফ্ল্যাগঃ স্লিপ অন স্লিকারস, আই লাভ বাংলাদেশ উইথ ম্যাপ স্লিপ অন স্লিকারস, আই লাভ বাংলাদেশ উইথ ম্যাপ স্লিপ অন স্নিকারস ম্যাপ তাই টপ স্নিকারস।
ফ্যাশনে দেশের পতাকা, মানচিত্রের ব্যবহার, বর্নমালার ব্যবহার আমরা নানা সময়ে দেখে আসছি। বিশেষ করে দেশের সাথে যুক্ত বিভিন্ন দিবস উপলক্ষ করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে পুঁজিবাদীরা ব্যবসা করে আসছে। নানা সময়ে পোশাকে এমন ফ্যাশন বা লাল সবুজ রঙয়ের ব্যবহার আমরা গ্রহণও করছি। তাই বলে জুতায়?! এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না।
আমরা বিভিন্ন সময়ে দেখেছি মার্কিনীরা তাদের পতাকার ব্যবহার যাচ্ছেতাইভাবে করে। কিন্তু আমরা তা সহজেই করতে পারি না। আমাদের পতাকায় লেগে আছে ৩০ লাখ শহীদের রক্ত। আমাদের মানচিত্র নয়মাস যুদ্ধ করে পাওয়া। আমাদের জাতীয় পতাকা বহন করছে বাঙালিকে শোষণ ও নির্যাতন করার ইতিহাস। এই মানচিত্র ২৫ মার্চ রাতে ঘুমন্ত বাঙালির ওপর গণহত্যা চালানোর সাক্ষী।
এদেশে প্রতিষ্ঠানে জাতীয় পতাকার সঠিক ব্যবহার না হলে প্রতিবাদ হয়। বাংলাদেশিদের পরম আবেগ এই পতাকা, এই মানচিত্রকে ঘিরে। আমরা আমাদের জাতীয় পতাকা ও মানচিত্রের এমন অমর্যাদাপূর্ণ ব্যবহারের প্রতিবাদ ও ঘৃণা জানাই।
লেখক : সাংবাদিক