রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

গাইবান্ধায় এনসিটিএফ এর শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম শুরু


মোঃ তাওহীদ তুষার ::  ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ),গাইবান্ধা এর উদ্যোগে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ অক্টোবর জেলার সাঘাটা উপজেলায় কাজী আজহার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জরিপের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

তিন পাতার জরিপ ফরমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ৫৭ টি প্রশ্ন রয়েছে। বিষয় গুলোর মধ্যে বিদ্যালয়েরর সার্বিক পরিস্থিতি সম্পর্কিত, পানি ও স্যানিটেশন, শারীরিক শাস্তি, উপ বৃত্তি, বাল্যবিবাহ, মাদক, জন্মনিবন্ধন, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কিত বিষয়ে প্রশ্ন রযেছে।

জরিপকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ উপজেলা কমিটির সাধারন সম্পাদক জিলকার নাইম অপূর্ব, শিশু গবেষক ইবনে সাকিব মিজান, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, এনসিটিএফ এর উপদেষ্টা মনির হোসেন মিলন।

জরিপ কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্যের আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকারের বর্তমান পরিস্থিতি জেলার নীতিনির্ধারক মহলে তুলে ধরা হবে।