বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

দিনাজপুরে ক্ষুদে খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদান


ভয়েজ ডেস্ক:                                                      
দেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের জন্য খেলোয়াড় তৈরি করতে দিনাজপুরে ১৯টি ইভেন্টের উপর ৩৮০ জন ক্ষুদে খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় দুই মাসে ভারোত্তলন, তায়কোয়ান্দো, ক্যারাটে, হকিসহ ১৯টি খেলার প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের আজ বৃহস্পতিবার বিকেলে সম্বর্ধনা দেওয়া হয়েছে। জিমন্যাশিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ক্রীড়াবিদদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া এবং ডিএসএর (জেলা ক্রীড়া সংস্থার) সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ অন্যান্যরা।
সন্ধ্যায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়া উড়ানো হয় ফানুস।