টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় তিন শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, পাহাড় কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয় ওই তিন শিক্ষার্থী। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে অস্বীকৃতি জানায়। এতে হতাশ হয়ে তিন শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসেই একযোগে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাহাড় কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, ‘সরকারি বিধি মোতাবেক নির্বাচনী পরীক্ষায় কোনো পরীক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাদের ফরম পূরণ করা যাবে না। এ জন্য ওই তিন শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়নি।’