সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

উত্ত্যক্তের অভিযোগে জেএসসি পরীক্ষার্থীর জেল!

ভয়েজ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে মারধর করায় দুই জেএসসি পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত দুই জেএসসি পরীক্ষার্থী হলেন গাংনী শহরের থানাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রাজু আহমেদ ও একই পাড়ার মোবারক হোসেনের ছেলে মাহফুজ মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জেএসসি পরীক্ষার্থী রাজু আহমেদ ও মাহফুজ মাহমুদ এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। একইভাবে ‌আজ সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে আবারো তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় কয়েকজন পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে রাজু ও মাহফুজ একজনকে ধরে মারধর করে। বিষয়টি তারা স্কুলের শিক্ষকদের জানালে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনী থানাকে বিষয়টি অবহিত করলে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাজু ও মাহফুজকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের দোষী সাব্যস্ত করে দুজনের এক বছর করে কারাদণ্ড দেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, "ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই দুই জেএসসি পরীক্ষার্থীকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।"