প্রত্যেক বাবা-মায়ের উচিত তাঁদের সন্তানের আশা আকাঙ্খা পূরণ করা। তাঁদের স্বপ্নকে কীভাবে বাস্তবায়িত করা যায় তাই দেখতে হবে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে খুব শিগগিরই বাজারে আসছে আমির অভিনীত নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। এই সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে আমির বলেন, ‘বাবা হিসেবে আমি সন্তানরা যা চায় তাকে সমর্থন করি। আমি মনে করি সন্তানদের স্বপ্নকে বাস্তবায়িত করতে তাদের সমর্থন করা উচিত বাবা-মায়ের। বাবা-মায়ের ইচ্ছা যেন সন্তানের ওপর চাপিয়ে দেয়া না হয়।’ কিন্তু ‘দঙ্গল’-এ আমিরকে দেখা গেছে সম্পূর্ণ অন্য রকম চরিত্রে। যেখানে নিজের মেয়েকে ইচ্ছা অনুযায়ী চালাতে চাইছেন আমির। সেই নিয়ে আমির বলেন, সিনেমার বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।
রবিবার অভিনেতাকে ছাপিয়ে বাবা হিসেবে ধরা দিলেন তিন সন্তানের জনক আমির। বললেন, অভিনয় শুরু করার সময় রীতিমত লড়াই করতে হয়েছিল তাঁকে। তবে এখন যে পরিস্থিতির অনেকটা বদলে গেছে তা মেনে নিয়েছেন আমির। তাঁর কথায়, ‘লিঙ্গ বৈষম্য নিয়ে মানুষের ধারণায় বদল এসেছে। এ বছর দুই নারী দেশের জন্য অলিম্পিক পদক এনে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে নারী-পুরুষে তফাত করি না। আমার দুই মেয়েও একই রকমভাবে মানুষ হয়েছেন।’