সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পর ইংল্যান্ডের ফুটবল তারকা ওয়েইন রুনি স্কটল্যান্ডের সাথে বিজয়ের সময় তার পরিহিত জার্সি একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আট বছর বয়সী কাসাবিয়ান নিউটন-স্মিথ শিশুকাল থেকেই ক্যান্সারে আক্রান্ত এবং তার মস্তিষ্কে দুটি টিউমার ধরা পড়েছে। কাসাবিয়ানের মুখে হাসি ফোটানোর জন্য এক সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণায় ফুটবল দল, খেলোয়াড় এবং সাধারণ মানুষকে #1LastSmile4Kasabian হ্যাশট্যাগ দিয়ে টুইট করতে বলা হয়।
পরে একটি ভিডিও বার্তায় ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি এবং তার সহকর্মীরা জানান যে কাসাবিয়ানের সাহসে গর্বিত। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রুনি বলেন, আমি তোমার সমর্থনের জন্য বিশাল একটি ধন্যবাদ জানাই এবং গত শুক্রবারে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলার জার্সিটা আমি রেখে দিয়েছি- আর সেটা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি।
আশা করি এটা তোমার মুখে হাসি ফোটাতে পারবে। কাসাবিয়ান ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি খেলা দেখেছিল। তার পরিবার বলছে তখন সে খুবই খুশি ছিল। গ্রাসরুটস ফুটবল নামের একটি সংস্থার আয়োজনে কাসাবিয়ানের মুখে হাসি ফোটানোর এই প্রচারণা শুরু হয়।