অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব দলের নেতা করা হয়েছে ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসানকে। সহ-অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকে। আগামী ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১৯ নভেম্বর। মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে। নির্বাচিত খেলোয়াড়দের এবং স্ট্যান্ডবাইয়ে থাকাদেরও ১৮ নভেম্বর বিকেল চারটায় একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপের শক্তিশালী দল। তাদের সাথে এই আসরে আরো খেলবে আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল : মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), সজীব হোসেন, নাজমুল আলম, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালিম।
স্ট্যান্ডবাই : হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, আব্বাস মুসা, আকবর আলী।