শিশু আইন-২০১৩ অনুযায়ী দেশে সর্ব প্রথম সাভার উপজেলায়ই ‘উপজেলা শিশু কল্যাণ বোর্ড’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বক্তারা।
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা শিশু কল্যাণ বোর্ড, সাংবাদিক, কারখানা পরিদর্শক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শিশু অধিকার ও শিশুশ্রম নিরসন বিষয়ক এক সংলাপে বক্তব্যকালে বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা ভার্ক ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম-এর উদ্যেগে এ সংলাপের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, টিডিএইচ-নেদারল্যান্ডস এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সাভার উপজেলার সাভার পৌরসভা এবং তিনটি ইউনিয়নে ২০১২ সাল থেকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা সরকারের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন পরিকল্পনা ও সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সফল করার জন্য সহায়ক ভূমিকা পালন করছে।
শিশু অধিকার ও শিশুশ্রম নিরসন বিষয়ক এ সংলাপে উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি মিসেস রোকেয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক একেএম সালাহউদ্দিন।
সংলাপে উঠে আসে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির জন্য করণীয় পদক্ষেপগুলো। সেই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- কোন শিশু নির্যাতনের শিকার হলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সহায়তা করা, সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্বকরণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা, ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুর পরিবারকে সামাজিক সুরক্ষাবলয়ে আনা, শিশুদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ কর্ম সংস্থানের ব্যবস্থা করা, আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম নিরসন করা ও একশন প্লান তৈরি করে শ্রমজীবী শিশুদের জন্য কাজ করা।
উল্লেখ্য, ভার্ক সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ শ্রমে ও গৃহকর্মে নিয়োজিত ৫১০ জন শিশুদের নিয়ে ২২টি স্কুলের মাধ্যমে শিশুদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবন দক্ষতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।