সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার জেএসসি পরীক্ষার্থী আহত

ভয়েজ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় চার জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব্বির হোসেন, সজিব হোসেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, অপূর্ব হোসেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এবং সানজিয়া খাতুন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানায়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সাব্বির ও সজিব মোটরসাইকেলযোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। অপর দিক থেকে পায়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করছিল অপূর্ব। এ সময় সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অপূর্বকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় সময় পাশে ছিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সানজিয়া খাতুন। সে ওই দুর্ঘটনা দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ওই চার পরীক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর তারা পরীক্ষায় অংশ নেয় বলে জানা গেছে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে কেন্দ্র সচিবের জিম্মায় দিয়েছেন। কেন্দ্র সচিব শামসুদ্দোজা পরাগ জানান, আহত পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর পরীক্ষায় অংশ নিয়েছে। মোটরসাইকেলটি তাঁর জিম্মায় রয়েছে।