বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ালে শিশুমৃত্যুর হার কমবে ২৪ শতাংশ

মেহেরপুরে 
''ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল সঠিকভাবে খাওয়ালে ২৪ শতাংশ শিশুমৃত্যুর হার কমবে এবং হামজনিত রোগে মৃত্যুর হার কমবে ৫০ শতাংশ ও ডায়রিয়া জনিত রোগে শিশু মৃত্যু হার কমবে ৩৩ শতাংশ। '' আজ বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশনে এ তথ্য দেন সিভিল সার্জন ডা. আব্দুল হালিম।
Connection closed by remote server
সিভিল সার্জন বলেন, "শিশুমৃত্যুর হার কমাতে ও ভিটামিনের চাহিদা পূরণে জেলায় এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ৬৮ হাজার ৮৯টি ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে দুই লাখ ইউনিট ক্ষমতাসম্পন্ন লাল ক্যাপসুল খাওয়ানো হবে ৫৯ হাজার ৬৪৩ জনকে এবং এক লাখ ইউনিট ক্ষমতাসম্পন্ন নীল ক্যাপসুল খাওয়ানো হবে ৮৪৪৪টি। তবে জেলায় এবার বরাদ্দ দেওয়া হয়েছে ৭৩ হাজার ক্যাপসুল। তিনি বলেন, "জেলার তিন উপজেলায় ৪৯০টি টিকাদান কেন্দ্র থেকে 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম সফল করার লক্ষ্যে এক হাজার ৪৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। "
সিভিল সার্জন আরো বলেন, "ভিটামিন 'এ' ক্যাপসুলের পাশাপাশি লালশাক, পালং শাক, মিষ্টি আলু, পাকা পেপে, পাকা আম ইত্যাদি থেকেও ভিটামিন এ'র চাহিদা পূরণ করতে পারি। তবে শাকশবজি রান্না করার সময় চাহিদা থেকে একটু বেশি তেল দিয়ে রান্না করলে সেখান থেকেও আমরা ভিটামিন এ পেতে পারি। ওরিয়েন্টেশনে জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য সহকারী কাজী রওশন আরা, ইপিআই সুপার আব্দুল সালাম উপস্থিত ছিলেন। ওরিয়েন্টশনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আগামী ১০ ডিসেম্বর সারা দেশের সঙ্গে একযোগে এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।