বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

লক্ষ্মীপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন


আগামী ১০ ডিসেম্বর লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Could not connect to remote server
জেলা সিভিল সার্জন ডা. মো. মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ডা. মো. রাসেল আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, সাংবাদিক মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, সাইফুল ইসলাম স্বপন, মাহবুবুল ইসলাম ভূঁইয়া এবং রবিউল ইসলাম খাঁন। কর্মশালায় সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমান, কামাল হোসেন, সেলিম উদ্দিন নিজামী, আবদুল মালেক, মো. কাউছার, রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন এবং কাজল কায়েসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, "ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক, জনপ্রতিনিধি এবং ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি শিশুও যেন বাদ না পড়ে সেজন্য ক্যাম্পেইনের পর এক সপ্তাহ স্বাস্থ্য বিভাগের কর্মীদের ব্যাগে থাকবে ক্যাপসুল। তারা শিশুদের খাইয়ে দেবেন। এ আয়োজন সফল করতে স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। "