সাভার উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি, উপজেলা অগ্রগামী শিশু পরিষদ ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) যৌথভাবে গত চার বছরে ১৭০ জন শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ১৬০ জন শিশুকে এবং তাদের ৩০ জন অভিভাবককে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে।
আজ শনিবার দুপুরে সাভার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ সকল তথ্য জানান সাভার উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি মিসেস রোকেয়া হক।
মিসেস রোকেয়া হক বলেন, সাভার উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি, উপজেলা অগ্রগামী শিশু পরিষদ ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) যৌথভাবে সাভার পৌরসভা ও উপজেলার পাথালিয়া, তেতুঁলঝোড়া ও ধামসোনা ইউনিয়নে টিডিএইচ নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় ২০১২ সাল থেকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের নিয়ে শিক্ষাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে। পাশাপাশি সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সফল করার লক্ষ্যে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সুবিধাবঞ্চিত শিশু, ঝুঁকিপূর্ণ শ্রমে ও গৃহকর্মে নিয়োজিত ৫৮৪ জন শিশুদের নিয়ে ২২টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিশুদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবন দক্ষতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা।