শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

আগৈলঝাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ঢাকায় উদ্ধার


বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র নেয়ামত উল্লাহকে (১৬) ঢাকার গেণ্ডারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর তাকে বরিশালে আনার জন্য পুলিশের একটি দল আজ শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, "নেয়ামত উল্লাহ আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের খোরশেদ বেপারীর ছেলে ও উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ছাত্র। গত ৩০ নভেম্বর মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে সে নিখোঁজ হওয়ার পর তার বাবা আগৈলঝাড়া থানায় গত ৩ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ বিভিন্ন থানায় সংবাদ পাঠায়। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার রাতে গেণ্ডারিয়া থানার একটি হোটেল থেকে নেয়ামতকে আটক করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল নেয়ামতকে বরিশালে আনার জন্য শুক্রবার সকালে ঢাকার উদ্দেএ রওনা হয়েছেন।মার্কাস মাদ্রাসার অধ্যক্ষ মো. বাচ্চু ফকির বলেন, "বাবার সঙ্গে রাগ করে নেয়ামত উল্লাহ বাড়ির পাশের এক কিশোরের সঙ্গে ঢাকাতে যায়। সেখানে গিয়ে রেস্তোরাঁয় কাজ নেয়। এ ছাড়া নেয়ামতের নিখোঁজ হওয়ার অন্য কোনো কারণ নেই। তবে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, "উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্র নেয়ামতকে জিজ্ঞাসাবাদের পরেই নিখোঁজের মূল কারণ পাওয়া যাবে। "