মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

ফেনীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী আটক


অপহরণের ৭ দিন পর ফেনীতে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ সময় মো. নুর নবী নামে এক অপহরণকারীকে আটক করা হয়।
র্যাব জানায়, এরা আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। অভিযানকালে বাকিরা পালিয়ে যায়।
ফেনীস্থ র্যাব সূত্রে জানা যায়, ফেনীর মহিপালের ফল ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে ও শাহীন একাডেমী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওমর ফারুক (১৫) গত ৫ ডিসেম্বর সকালের দিকে অপহৃত হয়। এরপর অপহরণকারী চক্রের সদস্যরা সাইফুলের কাছে ১ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। তারা মুক্তিপণের টাকা ভারতের ত্রিপুরায় এক ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য সাইফুলকে দ্রুত পাসপোর্ট তৈরির তাগিদ দেয়। র্যাবের পরামর্শে সাইফুল ফেনী শহরে ১০ হাজার ডলার হস্তান্তরে সম্মত হন। এতে চক্রের সদস্যরাও রাজী হয়। তারা গতকাল রবিবার রাত ৮টার দিকে ফেনীর লালপুলে ওমর ফারুককে নিয়ে এলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ও অপহরণকারী চক্রের সদস্য নুর নবীকে আটক করে। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক নুর নবী ফেনী সদরের ফরহাদনগরের পূর্ব সুলতানপুরের আলী নেওয়াজের ছেলে।
এ ঘটনায় আটক নবী আজ সোমবার দুপুরে র্যাব অফিসে সাংবাদিকদের জানায়, তারা ওমর ফারুককে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে দক্ষিণ কাট্টলী এলাকায় সৌরভ চৌধুরি, মঈন হোসেন, পিয়াস, রকির সহযোগিতায় একটি ঘরে আটকে রাখে। তিনি আরো জানান, তার মামাতো ভাই, মালদ্বীপ প্রবাসী মীর হোসেন এই পরিকল্পনায় জড়িত।
এ ব্যাপারে র্যাব ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, এরা আন্তর্জাতিক অপহরণকারি চক্রের সদস্য। আটক নবীকে ফেনী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।