বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

মঠবাড়িয়ায় জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিয়ে বন্ধে মতবিনিময়


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গি তৎপরতা, যৌন হয়রানি, মাদক, বাল্যবিয়ে, শিশু শ্রম, মানবপাচার এবং শিশু ও নারী নির্যাতন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন জেলা প্রশাসক খায়রুল আলম শেখ। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, কাজী মো. ওবায়দুল্লাহ্, ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন প্রমুখ।