আগুনে ওই পরিবারের মালামালসহ চারটি ঘরও পুড়ে গেছে।
শান্ত বাইশখালী গ্রামের আমীর হোসেনের ছেলে ও ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বাবা আমীর হোসেন জানান, একটি মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে এক প্রতিবেশীর বিরোধ চলছিল। ওই প্রতিবেশী তাকে একাধিকবার বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকিও দিয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে ঘরে আগুন লাগে। অন্যরা বের হতে পারলেও শান্ত ঘর থেকে বেরুতে পারেনি। ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যেই পুড়ে মারা যায় সে। আগুনে মালামালসহ চারটি ঘরও ভস্মীভূত হয়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে সব শেষ। তিনি জানান, আগুন ধরার মতো কোনো উপাদান ওই ঘর বা আশপাশে ছিল না। শক্রতামূকভাবে ঘরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
ঘটনার সতত্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা্ নেওয়া হবে। "