বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

নীলফামারীতে মা ও শিশু মৃত্যুহার রোধে কর্মশালা


নীলফামারী জেলা সদরে গর্ভবতী মা ও প্রসূতি মা-সহ শিশু মৃত্যুর হার রোধে 'স্ট্রেন্দেনিং হেলথ আউটকাম ফর উইমেন অ্যান্ড চিলড্রেন' (শো) নামের একটি প্রকল্পের প্রারম্ভিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ল্যাম্ব'র পরিচালক (সংগঠন উন্নয়ন) ডা. ক্রিস প্রেঞ্জার (ডা. কে পি), সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, শো প্রকল্পের ব্যবস্থাপক এ এফ এম মোস্তফা সরকার, একই প্রকল্পের কর্মকর্তা অমর ডি কস্টা প্রমুখ।
ল্যাম্বের পরিচালক ডা. ক্রিস প্রেঞ্জার জানান, সাড়ে চার বছর মেয়াদের প্রকল্পটি ২০২০ সাল পর্যন্ত জেলার গর্ভবতী মা ও প্রসূতি মা-সহ শিশু মৃত্যুর হার রোধে কাজ করবে। এ ক্ষেত্রে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতাপূর্ণ অবস্থানে থেকে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য প্রত্যেক ইউনিয়নে প্রতি ৮০০ পরিবারে সেবা প্রদানের জন্য একজন করে নারীকর্মী সর্বদা প্রস্তুত থাকবে। উপজেলায় এ কার্যক্রমের আওতায় সেবা পাবে এক লাখ সাত হাজার ২২৭ পরিবার। এসব পরিবারের জনসংখ্যা চার লাখ ৬৫ হাজার ৩৬৩ জন।
কর্মশালায় সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।