ভয়েজ ডেস্ক:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া তফশিলি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া বাজারের আটোয়ারী-লাহিড়িহাট সড়কে শিক্ষার্থীদের অভিভাবকরা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন দেবচরণ রায়, নাজিম উদ্দীন, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র ফিসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ দুই হাজার টাকা ফি নেওয়ার নিয়ম রয়েছে। অথচ আলোয়াখোয়া তফশিলি স্কুল অ্যান্ড কলেজে ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। এ সময় অতিরিক্ত ফি নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ ব্যাপারে আলোয়াখোয়া তফশিলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।